| |
               

মূল পাতা ইসলাম ১২তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


১২তম রমযান | রহমত নিউজ ‘রমযান প্রতিদিন’


জামিল আহমদ     04 April, 2023     02:34 PM    


জেনে রাখা ভালো-
আজ রমযানের ১১তম দিন। রহমতদিনগুলো পেরিয়ে মাগফিরাতের দিন শুরু।

করবো-
এতিমের প্রাপ্ত সম্পদ প্রকৃত মালিককে বুঝিয়ে দিবো

ছাড়বো-
নামাযরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা

মাসআলা-
নাক এত জোরে সাফ করা, যার ফলে কফ গলার মধ্যে চলে যায়, তাহলেও কোনো সমস্যা নেই। দুররে মুখতার : ৩/৩৭৩

ভুল ধারণা-
কানে বা চোখে ড্রপ দিলে, ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়, এগুলোও ভুল ধারণা। শুধুমাত্র খাবার গ্রহণ ও স্ত্রীর সঙ্গে সহবাস করলে রোজা ভেঙে যায়।

আমল-
পবিত্র কুরআনুল কারীমের ১২ম পারা তেলাওয়াত। (প্রতি নামাজের আগে ও পরে ২ পৃষ্ঠা করে পড়লে সহজেই এক পারা হয়ে যাবে)

সুসংবাদ-
এই মাস মুমিনের অতীতের গুনাহ সমূহকে মুছে দেয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াব অর্জনের নিয়তে রমজানের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। (বোখারী ও মুসলিম)

উপকারিতা-
রোযার মাধ্যমে আপনি শরীরকে টক্সিনমুক্ত করতে পারবেন সহজেই। সারাদিন না খেয়ে থাকার মাধ্যমে পাচনতন্ত্রকে ডিটক্সিফাই করার সুযোগ মেলে রমযানে।

ইফতারপূর্ব দুআ-
ইয়া ওয়াসিয়াল ফাযলি ইগফিরলি।